বন্ধনে বাঁধা অন্তরে সাধা,
           মানুষের প্রাণের মানুষ।
নাই চাওয়া পাওয়া শুধই যে দেওয়া,
           কাছে ধরে রাখে তাঁরে,
                বন্ধু বলে যারে।


অন্তরের কথা, বোঝে প্রাণের ব্যথা,
হাতে হাত রেখে চলা-
            জীবনের কথা বলা।


নাই দ্বিধা দ্বন্দ্ব সুখময় ছন্দ,
           জীবনকে বাজী রেখে;
দিতে পারে সব, অন্তরের রব,
             হৃদয়ে হৃদয় মেখে।


না দেখিলে তাঁরে, সময়ের ফেরে,
মন চলে যায় ক্ষনিকের তরে,
        সে থাকে যতই দূরে;
       পারে না বাঁধিতে আপনারে।


প্রভাতের রবি যেন অস্তাচলে যায়,
   ছুটে চলে সে ও ঐ বন্ধনের দায়।


কে বাঁধিবে তাঁরে, চার দেয়ালের ঘরে?
অন্তরে বীণার তাঁরে সেই সুর ঝংকারে।


বন্ধু বান্ধব যেন সঙ্গীতের সঙ্গত,
              প্রাণের জলসা ঘরে;
না থাকিলে তাঁরা, জীবন ছন্দহারা,
             কৃত্তিম বন্ধুদের ঝড়ে।


১৩ই শ্রাবণ, ১৪২৫,
ইং ৩০/০৭/২০১৮
সোমবার, সকাল ৭টা।  542 dtd 31/07/2018.