জাগো সবাই জাগো,
         প্রাণ খুলে মাগো,
               ধরণীর শান্তি সুধা।


সেই দেবতারা চেয়েছিল,
    আর  মহাদেব দিয়েছিল,
                   ওই সমুদ্র মন্থনে।


কৌশলে কৃপা বর্ষণ,
     বিশ্বাস হয়েছিল ধর্ষণ,
        একান্তই দেবতার দয়ায়।


দেবতা মানব লড়াই,
      দানব সাজালো তাই,
            কৌশলে সেই দেবতারা।


মানবরূপী এই দানবরা,
     আজও তাহা বুঝলো না,
               কত দুঃখ সইবে ওরে।


বুদ্ধিজীবী বলি যাদের,
    দেখি অধঃপাতে স্বার্থের,
                     বিপথে ছুটে মরে।


অদৃশ্য দেবতার, দানব,
       কি করে হবে মানব?
          আজও মানুষ বুঝলো না।


১৯ শেষ কার্তিক, ১৪২৭,
ইং ০৫/১১/২০২০,
বৃহস্পতিবার রাত ৯:৪৫। ১১৮৩, ০৭/১১/২০২০।