জীবন বধুর হয়তো মধুর
স্বপ্ন দেখার ছলে;
স্বপ্ন কভু হারিয়ে যায়,
অথৈ গভীর জলে।


জলের স্রোতে ভাসিয়ে দেয়
কত মনের আশা;
বাঁধ ভাঙা সেই আশাগুলো
জাগায় মনে নেশা।


নেশার ঘোরে সবাই চলে,
ভবিষ্যতের কথা বলে;
বাস্তবে এসে আঘাত পেলে,
উচ্ছলতায় বাঁধা মেলে।


খুলতে বাঁধন তাহাই সাধনা,
মনে মনে সাধতে হবে;
সাধন বলে মনের জোরে,
এ লড়াই লড়তে হবে।


জয়ের ধারা রাখতে গেলে,
এ বাঁধন ভাঙতে হবে;
সাধন মন্ত্রে এই যন্ত্রে,
এ লড়াই জিততে হবে।


৩রা চৈত্র, ১৪২৬,
ইং ১৭/০৩/২০২০,
মঙ্গলবার সকাল ৯:৫৬। ৯৫৮, ২৭/০৩/২০২০।