রূপের সাথে গুনের তুলনা,
না জেনে- কভু টেনোনা,
কালো হীরার সাথে চকমকি সোনা,
কভু হয় না কোন তুলনা।
গুন ছাড়া ঐ রূপের বাহার,
যেন মা ছাড়া সন্তান তাঁহার।
গুন ছাড়া সেই রূপ যে ওরে,
গুনীরা যে মূল্যহীন মনে করে।
সৌরভ ছাড়া ফুল যে ওরা,
জাগে না কভু সুর গানে;
মানবতাহীন মানুষের বীণ,
বাজে না স্বর্গীয় সেই তানে।
ঐ রূপের সাথে গুন ছাড়া,
জগৎ জুড়ে আনবে খরা,
ধ্বংস হবে সবুজ যারা;
ঝরবে পাতা হারবে মাতা,
সুরের বাণী গানের গাঁথা,
হবে মরু মোদের ধরা।
রূপে গুণে দুয়ে মিলে,
জগৎ মাঝে ধরা দিলে,
সোনারতরী ভরবে সোনার ধানে;
দুঃখ-দন্য সব সয়ে,
আনন্দটাই যাবে রয়ে,
ভাসবে সবাই শান্তি রসের বানে।
ছন্দ ছাড়া সুরের ধারা,
এই ধরাতে আনছে যারা,
মানবতাহীন মানুষ তাঁরা;
রূপে গুণে মিলে-মিশে,
মনের হদিস দেয় দিশে,
ধরার পরে তাঁরাই তারা।
৩রা কার্তিক, ১৪২৫,
ইং ২১/১০/২০১৮,
রবিবার, রাত ১১টা। ৬১৬ তাং ২৫/১০/২০১৮