জন্মিলে মরিতে হবে,
আমরা ভেবেছি কবে?
                     চেতনায় খুঁজে পাই নাই;
শুরু থেকে শেষের পথে,
শুধুই ছুটে চলেছি রথে,
                      সুনির্দিষ্ট কোন দিশা নাই।


মাতা পিতা আশা করে,
সন্তান তাদের বড় হবে,
                    জানে না সেটা কোন মতে?


সময়ের সাথে সাথে,
জীবন ছুটিছে পথে,
                          দিকভ্রষ্ট পথিকের মত।


কোথায় শেষ কোথায় রেস,
নির্দিষ্ট নয় কারও বেশ;
কভু ছিন্ন কভু ভিন্ন, কভু রাজাধিরাজ,
জীবনটা যেন বাংলার নবাব সিরাজ।
কখন আসিবে সুখ, কখন আসিবে দুখ,
কখন কোথায় করে যে বিরাজ?


জানিনা বুঝিনা-
'      সময়ের ঘূর্ণিঝড়ে শুধুই উড়ে চলা,
কোথায় থামিবে ঝড়,
ফেলে এই আপন পর?
          এই কি অনিত্য জীবনের খেলা?


কি যে নিত্য, কি যে অনিত্য,
                                    কে বলিবে তাহা?
শুধুই বলি এইতো জীবন,
                              আমরা পেয়েছি যাহা।


১১ই পৌষ, ১৪২৫,
ইং ২৮/১২/২০১৮,
শুক্রবার, সকাল ৭টা।   ৬৬০ তাং ২৮/১২/২০১৮।