ইংরেজরা ছিল বিদেশি শাসক,
              বাণিজ্যের বশে;
দিয়েছে নিয়েছে বাচায়ে রেখেছে,
              জীবনটা শেষে।


দেশের শাসক হয়েছে শোষক,
কেড়ে নেয় নিঃশেষে,
          আপন জনের বেশে;
এই কি স্বাধীনতা? স্বরাজের দেশে।


দেশের মানুষ আজ,
          নিজ দেশে পরবাসী,
ভাবতে- সে কথা বলতে,
    মানুষের মনে পায় যে হাসি।


কত রক্ত ঢেলে পেয়েছি স্বাধীনতা,
        তাঁর মূল্য কোথায় পাই?
যদি ঘরের ইঁদুরে কেটে যায় বাঁধন,  
    তবে- কোথা পাব মোরা ঠাই?


এরা আমাদের দেশের মানুষ,
             ভাবতে লজ্জা হয়;
ওরা নিজ দেশের সম্পদ,
         গোপনে বিদেশে পাঠায়।


ব্যক্তি স্বার্থ, দলের স্বার্থ,
এখন এদের কাছে পরমার্থ,
            ভাবতে অবাক লাগে;
ঘুরে ফিরে আজ ইংরেজ শাসনের রাজ,  
     মানুষের মনে প্রকট হয়ে জাগে।


প্রশ্ন আসে কে ভাল? কে মন্দ?
এটাই আজ জনগণের মনের দ্বন্দ্ব,
           কে দেবে উত্তর তার?
     কি-ই বা অর্থ এই স্বাধীনতার?


১৩ই শ্রাবণ, ১৪২৫,
ইং ৩০/০৭/২০১৮
সোমবার, সকাল ৯টা। 543 dtd 01/08/2018.