জন্ম মৃত্যু নিয়ে মানুষ,
              মরণ তার হবেই হবে;
সুখ-দুঃখ জীবন সাথী,
       কে এড়াতে পেরেছে কবে?


কেউ চিরতরে চলে গেলে,
               জানি দুঃখ হয় মনে;
বেঁচে থাকে সবাই বন্ধু,
          সেই ভালোবাসার টানে।


মরলে মানুষ ক্ষণিক তরে,
        মোরা ফেলি চোখের জল;
আর মনুষ্যত্ব হারিয়ে গেলে,
            হারাই সকল মনের বল।


সারা জীবন বইতে হবে,
               ওই ঘৃণা, দুঃখ, জ্বালা;
দীনের দীন হবে তুমি,
         গলায় পড়বে কন্টক মালা।


২৯ শে কার্তিক,১৪২৭,
ইং ১৫/১১/২০২০,
রবিবার সকাল ৭টা। ১১৯২, ১৭/১১/২০২০।