নীরব দুপুরের বৈশাখী হাওয়া,
ঈশান কোনের ঝড়ের মত
উড়িয়ে নিক ঝরা পাতা।


মুক্ত হউক সবুজ ক্ষেত,
থামুক এবার রক্ত ঝরা।  
অগ্নিশিখা ঝড়ে পড়ুক
পুড়িয়ে দিতে আবর্জনা,
সমাজ জাতি মুক্ত হউক,
জাগুক মনে সেই ভাবনা।


রক্ত-খেকো মশা মারলে পরে,
লাল রঙ্গে রাঙ্গিয়ে যাবে হাতের তারা;
আর খাবেনা ওই মশারা,
জেনে যাও দেশ জাতীর আপন যাঁরা।


৬ই আশ্বিন, ১৪২৫,
ইং ২৩/০৯/২০১৮,
রবিবার, রাত ১১.৪৫মিঃ। ৫৯৪ তাং ২৬/০৯/২০১৮।