সব সত্য আসুক নেমে ,
                           আমার এই ছোট্ট ঘরে ;
           আমার অনেক কষ্ট হবে ,
                     মন যেন সব সইতে পারে ।


           সত্য আমার সত্য তোমার ,
                              সত্যই জীবন ভর ;  
           সত্য যেমন সৃষ্টি করে ,
                            মিথ্যায় ধ্বংস তার ।


           সত্য সবার জীবন বন্ধু ,
                                 সত্য উপচার ;
           সত্য দিয়ে পূজলে তারে ,
                            ভয় থাকেনা আর ।


           মিথ্যাচারের নাইতো কিছু ,
                           সব শূন্য হয়ে যায় ;
           সে ক্ষণিক তরে দেখা  দিয়ে ,
                       আবার শূন্যেই লুকায় ।


           সত্য কভু মিথ্যা নয় ,
           মিথ্যা শুধুই কষ্ট দেয় ,
                  মিথ্যার বাস্তভ ভিত্তি নাই ;
          সত্য সে তো আপন হয়ে,
          নতুন সৃষ্টি আনে বয়ে ,
               সেই সৃষ্টিরসে ভাসে সবাই ।
                  
                  ৫২৪ তাং ১০/০৭/২০১৮।