জন্মের পরে নাও ভাসালে,
               মায়ের হাত ধরে;
যতটুকু পথ এসেছো তুমি,
         এসেছো নিজের জোরে।

নাই পিছে কেউ আঁধারের পথে,
        খুঁজেছে মানুষ কত;
পায় নাই ওরে, কেউ আজও তাঁরে,
        ভাবনা ভেবেছে শত।

ঐ নানান মতে, জীবনের পথে
         ভাসায়েছি নাও বানে;
এ কঠিন লড়াই, যেন না ডরাই,
      সত্যকে লব বুকে টেনে।

২২শে জ্যৈষ্ঠ, ১৪২৫,
ইং ০৬/০৬/২০১৮,
বুধবার, ভোর ৬টা। ৫৬২ তাং২৩/০৮/২০১৮।