শূণ্য বুকে কোকিল ডাকে,
          কোকিলার আশায়;
প্রেমিক ডাকে প্রেমাকাশে,
        তার নিজের ভাষায়।


ভাষা শূন্য নইতো মোরা,
          এই জগতে কেউ;
ভাষায় বাঁধি, সুরে বাঁধি,
          হৃদয় তাঁরে ওই।


যে আমারে ভালবাসে,
    মনের টানে প্রাণের টানে,
আমি ভাসাই তরী, তাঁহার বানে;
দক্ষিন বায়ে পাল তুলে দেই,
হাল ধরে নেই শক্ত হাতে,
তাঁহার ভাষা শুনতে যে পাই,
       আমি বন্ধু মনে মনে।

যাব আমি তাঁহার কাছে,
মন যে আমার তাই তো নাচে,
প্রাণের ভাষায় বাঁধবো তাঁরে,
হৃদয় মাঝে আপন করে,
ছাড়বো না আর আমি তাঁরে,
যতই বাঁধা আসুক ঝড়ে।


মনের ভাষা, প্রাণের ভাষা,
প্রেমের ভাষা এক হয়ে যায়,
ভালবাসার গভীর টানে;
প্রেমিক পরান সুর বাঁধে তাই,
প্রেমের ছোয়ায় একই তানে।


৬ই আষাঢ়, ১৪২৫,
ইং ২১/০৬/২০১৮,
বৃহস্পতিবার ভোর ৬টা। ৫১৩ তাং ২৭/০৬/১৮।