দুঃখীর দুঃখ বুঝত তাঁরা,
যারা ধরায় করেগেছে দুঃখ ভোগ;
তাঁরা ছিল খাঁটি সোনা,
তাঁদের জন্যই  করি মোরা শোক।


ভাল মানুষ আর পাবো না,
          আমরা এই জগতে আর;
মানুষের কথা ভাবতো ওরা,
            আজ বাঁধলো দূরে ঘর।


এই ঘরের বাঁধন ছিড়ে গেছে,
          তাঁরা অনেক অনেক দূরে;
দুঃখের দিনে পাবোনা তাঁদের
                আসবে না আর ফিরে।


আপন হারা আমরা যারা,
            ঐ তাঁদের আশিস মাগি;
আমরা যেন থাকতে পারি,
               সেই হৃদয় নিয়ে জাগি।


১৪ ই বৈশাখ,১৪২৭,
ইং ২৭/০৪/২০২০,
সোমবার সন্ধ্যা ৬:১১।  ১০০৬,  ১৪/০৫/২০২০।