যাঁরা  ভাবতে পারে, তাঁরাই তো লিখতে পারে,
         তাঁদের মনের কথা।
আমি  ভাবনা হারা, অমন করে নাই যে তাড়া,
         একদিন হব সর্বহারা।
যদি  মনের মাঝে তাঁরে খোঁজে, একান্তে পাবে তাঁরে‌,
         দিনরাতের সকল কাজে।
তবেই  আলোর দিশা পাবে নিশা, এই জগতে,
            সবার মাঝে।
ঐ যে  আলোর ধারা বইছে যাঁরা্ আপন মনে,
            তাঁরা কারা?
ও সে  আপন ছাড়ি পরকে ধরি ধরার পরে,
            বেড়ায় ঘুরে।
তাঁরা  ভাবে দেশের কথা, দশের কথা শান্তির কথা,
         আছে তাঁদের পরাণ জুড়ে।
তবে   আয়না সবাই- এক সাথে যাই সবাই মিলে,    
         হাতে হাতে ধরে ধরে,
                ঐ সুদূরের অচিনপুরে।
কেন   সবাই থাকবি বসে চুপটি করে, আপন বাসে,
               আঁধার নীড়ে?
তোঁরা  আয়রে সবাই প্রাণ খুলে ভাই,
              ভাবনার আলো জ্বালতে যে চাই।
জানি   সেই আলো পথ দেখাবে দিকে দিকে,  
            আঁধার রাত্রি ক্রমে ক্রমে হবে ফিকে।
সেদিন   শান্তির বাণী পৌঁছে যাবে ধরনীটার কোনে কোনে,
             সবার মনে।
দেখবে   বিশ্বপ্রেমের আলোর ছটায় মানুষগুলো জাগবে ধীরে,
              কয়লা ধুইয়ে পাব মোরা খাঁটি হীরে।


২৯শে পৌষ,১৪২৪,
ইং ১৪/০১/২০১৮,
রবিবার, রাত ১১টা।