ওগো মাটি;
          তুমি তো জানো কখন মোরা
    ‌      তোমার বুকের উপর হাঁটি!
          অট্টালিকা তৈরী হয়,
          বুকটা চিরে তোমার;
          একবার ও তো বলো না তুমি,
          কষ্ট হয় আমার!


      ‌‌    তোমার  বুকে হাসি খেলি,
          তোমারই বলে খাই;
          তোমারই উপর আবাস গড়ি
          পেতে মোদের ঠাঁই!


          আজন্ম তোমার কোলেই,
          ঠাঁই পেয়েছি মোরা;
          তাইতো তুমি দয়াময়ী,
          তুমিই বসুন্ধরা!


          নদী, পাহাড়,বৃক্ষ তোমার,
          বক্ষ জুড়ে থাকে;
          কোটি কোটি প্রণাম জানাই,
          ধরিত্রী তোমাকে!


          কতো সৃষ্টি, কতো ধ্বংসের,
          সাক্ষী মাটি তুমি;
          তুমিই পালক, তুমিই ধারক,
          তুমি মাতৃভূমি!


          তোমা বিনা আমাদের তো,
          কোনো অস্তিত্ব ই নাই;
          তাও কতো মূর্খ মোরা,
          অহম্ করে যাই!!!