বড়ো হলেও মনটা আমার,
              চায় না হতে বড়ো;
       ঘুরে ফিরেই জেদ করে কয়
            কৈশোরেতেই ফেরো!

        অনেক খুশী ছিলাম সেথায়
            দাও না সেটাই ফিরে,
        কোনোদিন কী বলেছি তোমায়
            চাঁদটিকে দাও ধরে!

          যেমন ভাবেই চেয়েছো তুমি
             তেমনি দিয়েছি সাথ,
         আজকে আমার ছোট্ট চাওয়ায়
             বাড়াও তোমার হাত!

        ভাবো একবার কিশোর কালে
             ছিলে যে কতোই খুশী,
           হাসতে সবাই খিলখিলিয়ে
              প্রাণভরা সেই হাসি!

           সব রকমের কাজের সাথে
               হাসিটা যে আজ চাই,
         সেই হাসি আর হাসছো কোথায়
              প্রাণ টা যে তাতে নাই!

             কয় বছরের জীবন মাঝে
               পেয়েছো অনেক কিছু,
             হাসিটা শুধু গেছে হারিয়ে
               করলে কিসের পিছু?

          কর্তব্য আর, দায়িত্ব পালনে
              মানা তো আমার নেই,
          ব্যস আমায় দিও না পাল্টে
             আমার কৈশোরটাই  চাই!