দিনের শুরুতে যেমন দেখো,
                স্বচ্ছ, স্নিগ্ধ আলো;
        প্রেম জীবনেও দেখবে সে রুপ,
        ‌     শুরুতে সবই যে ভালো!


  ‌          গলার স্বরে আবেগ থাকে,
        ‌       মধুর থাকে কল্পনা;
          চাউনিতে চোখের মাদকতা রয়,
             থাকে যে নতুন জল্পনা!


             হাসিতে থাকে প্রাণ যে তখন,
             ‌   থাকে যে গভীর টান;
          ‌‌  খুনশুটি থাকে, দুষ্টুমি থাকে,
                থাকে আর অভিমান!


            দিন যতো বাড়ে,বাড়ে যে তাপ,
     ‌             সবকিছু যায় জ্বলে;
              প্রেম জীবনেও রয় অনুরুপ,
                   জীবন দাবানলে!


            ধীরে ধীরে হয় আঁধার যখন,
                  তাপের যে হয় হ্রাস,
             কর্তব্যে ভরা জীবনেও তখন;
                  প্রেমের যে হয় গ্রাস!


               এবার পালা রাত্রি কালের,
                    শীতল আঁধার ছায়া;
            প্রেম জীবনেও একই ভাবে বাড়ে,
                   একে অপরের মায়া!


             ‌ধীরে ধীরে হয় রাত্রি নিঝুম,
                   নিঃস্তব্ধতায় ভরা;
            প্রেম জীবনেও ধীরে ধীরে ভরে,
                 পবিত্র প্রেমের ঘড়া!


               সূর্য কিরণে দিন শুরু হয়,
                  চাঁদের কিরণে শেষ;
               উষ্ণ প্রেমও উষ্ণতা ছেড়ে
                 ধরে শীতলতার বেশ!