ভুলেও যে তোমাকে স্মরে না কখনো,
          কেনো তারে আনো যে মনে;
     ভুলে গেছে সে তো অনায়াসে অতি,
              সে যে আজ অন্যটানে!


     একদিন সে ও চেয়েছিলো তোমায়,
               চাওনি সেদিন ফিরে;
      সেই ক্ষণে চোখে ধরেছিলো যারে,
           ‌   আপন করেছো তারে!


        আজ তবে কেন ফিরে চাও তুমি,
                 ফিরে যাও স্মৃতিটানে;
        দেখে তারে আজএতোদিন পরে,
       ‌          চেয়ে দেখো পিছুপানে!


      যদি সে তোমার মনে গেঁথে ছিলো,
             সেদিন চেনেনি কেন মন;
         চোখটাই শুধু দেখেছিলো সব,
              ‌ মনের করোনি পঠন!


           উপায় নেই যে বন্ধু তোমার,
                   মনকে বন্ধু করো;
         মেনে নিতে হবে সেদিনের ভুল,
               স্মৃতিকে স্মৃতিতেই ধরো!