পড়ো, বন্ধু, গভীরভাবে পড়ো;
              ‌‌ মনটাকে তুমি পড়ো,
          চোখ দুটি পড়ো গভীরভাবে,
              আর নিজের মনে ধরো!


         পড়ো, বন্ধু,ঐ লাইন গুলো পড়ো,
              বলে গেলো যে কথাগুলো,
           ‌   তাকে হৃদয়ের মাঝে ধরো;
              একটু বোঝার চেষ্টা করো!


             ধোরো না শুধু কথাগুলো তুমি,
                  ভাবো গো নতুন করে;
             হয়তো তুমি আরও কিছু পাবে,
                     নতুন দৃষ্টি ধরে!


     ‌        অধিক সময় কথাগুলো ভাবো,
                    নিজের মতো করে;
              দ্যাখো না যদি বুঝতে পারো,
                    ওর  ছায়াকে ধরে!


                 নিষ্ঠুর এ পৃথিবী জেনো,
                 চোলো না সরলরেখায়;
               আঁকা বাঁকা চলতে শেখাই
                    ধাক্কা থেকে বাঁচায়!