করোনা আছে না-কি করোনা
চায়না থেকে আমদানি করা
বিষাক্ত করোনা।।


পেটে বড় খিদা গো, কাঁপছে গা থরথর
ঘরে কোন চাল নেই, বাইরে নেই—কাজ
আয় নেই-রোজগার নেই; খাবার কেনার টাকা নেই—আজ
উদরে বড় জ্বালা গো উদরে বড় জ্বালা
আছে নাকি করোনা? একমুঠো দেন না—মন ভরে খাই।।


করোনা লইয়া যহন, তোমাগো—এত জ্বালা
দিয়ে দাও না মোরে যতটুকুন আছে—তা
করোনারে ডরাইয়া, ঘরে রইছো বসিয়া
ভীতু ডাক্তারসাব রোগী আর দেখে না
নেতারা সদলবলে এখন আর হাঁটে না—
অফিসে খিল দিয়া ভিডিওতে কল দিয়া
কথা কয় আমলারা।।


মাঠেঘাটে হাহাকার, কল-কারখানাও বন্ধ—আজ
টাকা নাই তো কী হইছে, মাস্ট—কিনতে হইবে মাস্ক
তা না হলে গুনতে হবে জরিমানা শত কিংবা হাজার
হতে পারে জেলও।।


বাবুসাবরা তো আছে ভালো, কোন চিন্তা নাই
খায়-দায়, গল্প করে আর এসি রুমে ঘুমায়
ক্ষণিক বাদে বাদে টিভির স্ক্রলে চোখ ফেলে
ইন্টারনেটে ঢুঁ মারে বারে-বার
আরে ভয় কী? পুঁজি যা আছে তাতে যাবে আরো ছ’মাস-বছর।।


দেশের আজ ১২টা, ঘোরে না টাকার চাকা
কোটি মানুষের পকেট ফাঁকা, থালা হাতে পথে
আরও লাখ লাখ।।


দুর্ভিক্ষ এসেছে দ্যাখো, উনুন আর জ্বলে নাকো
ক্ষিদার আগুন দাউ দাউ জ্বলে।
শিশুর কান্না শুনি শুধু—পেটের তাড়না দিনভর
ধ্যাত তোর জীবন আগে! ভাত দে নয় রুটি দে
নতুবা দে এক থাল—করোনাভাইরাস
সুলতানি বডি মোর—সব খেয়ে করি সাবাড়
আর জীবানু কোন ছার!


শৈশব থেকে খেয়ে আসছি—কাদামাটি, পচা পানি, বাসি-পান্তা ভাত
ঠাণ্ডা-কাশি, সর্দি-জ্বর—মুই গ্রামের পোলা—এই লইয়াই হইয়াছি বড়
আজ তুমি দেখাও চাদু—মোরে করোনা-মামার ভয়!
করোনারে ডরি না, ত্রাণ মুই চাই না—সব চাল-বাজ
রাখ ওসব দরবার। ছাড়ো মোরে—যেতে দাও—কাজে।
নয়তো বা আমেরিকা থেকে এনে দাও—করোনা হাজার মণ
আজি—উদরের আগুনে পোড়াইয়া পোড়াইয়া খাবো তারে—জুড়াইয়া মনপ্রাণ।।


(সুলতানি বডি : এসএম সুলতানের আঁকা কৃষক-শ্রমিকদের সুঠাম দেহ)