ও নইদ্যার চান গো, ও নইদ্যার চান
এই দ্যাশ থেইক্যা তুমি করো পলায়ন।।

এই দ্যাশেতে তোমার শত্তুর, দিবানিশি ঘোরে
শান দিয়ে রাখছে দাও, মাইরবার তরে
আমার কসম খাও- ভালোবাসো যদি বাঁচাও পরাণ।।

সাক্ষী রইল চন্দ্র-সূর্য, সাক্ষী রইল তারা
ভালোবেসে যাবো তোমায়, মাথায় দিলাম কিরা।
এই রিদয় তোমার রইল, রইবে চিরদিন
ফিইর‌্যা যাও ঘরে তুমি, এ মোর বন্দন।।

আন্ধার রইতে রইতে, যাও গো মার কোলে
তোমার সাথে দেখা হবে, পরপারে গেলে
এই দুনিয়ায় হবে না আর, তোমার আমার মিলন।।

ও নইদ্যার চান গো, ও নইদ্যার চান
এই দ্যাশ থেইক্যা তুমি করো পলায়ন।।

                                  ২৩-০৫-১৬, বংশাল