এই আসরে আমি আজ প্রথম।  আমি কবিতার পাঠক হিসাবেই থাকতে চাই।  যদি কখনো মনে হয় আমার কিছু বলার আছে তাহলে সেদিনই লিখব।  আমি একজন আবৃত্তিকার। সকল কবিকেই উদ্দেশ্য করে বলছি - আমি কিছু দিন হলো অনেক কবির কবিতা পাঠ করছি।  ভালো লাগছে। তবে সব কবিতায়ই আবৃত্তি যোগ্য নয়।  কবিতা লোকে পড়ে ও অনুভব করে।  আর আবৃত্তি লোকে শুনে মুগ্ধ হয়।  অর্থাত কবিতাটি এমন হতে হবে যাতে শব্দ ও ছন্দ সহজ সরল থাকে এবং অবশ্যই ভাবের ঘনঘটা অথবা আর্জি বাহক হবে।  এই ধরনের কবিতা আমার খুব ভালো লাগে।  জানিনা আপনাদের কেমন লাগে! কবি তার কবিতা লেখে শব্দ ও উপমা দিয়ে।  শুধুমাত্র কবিতার পাঠক তার রস্বাসাদন করেন, তথাপি একজন সাধারণ মানুষ তা উপলব্ধি করতে পারেন না। কিন্ত সাধারণ মানুষের রসো বোধ আছে।  সে জন্য কবিতা এমন হবে যাতে তার রস সকলেই উপভোগ করতে পারে। তবে উচ্চমার্গের জন্য কবিতা সবসময়ে সমাদৃত হবে তার উপযুক্ত স্থানে অর্থাত গুনিজনদের মধ্যে।


আসুননা সবাই কবিতা পড়ি, লিখি ও আবৃত্তি করি।