কেউ জানিনা কখন নিস্তব্ধতা করবে সব গ্রাস
হাহাকারের শেষ অশ্রু টুকু বিসর্জনের থাকবে না রেশ।
এক নিমেষেই চোখের সামনে মৃত্যুপুরী।
তবুও শত শত অশান্তি প্রতিদিন ছুঁয়ে যায় মন।
শত শত না পাওয়ার হিসাবনিকাশ লিপিবদ্ধ মনে।
আত্মসম্মান রক্ষার তাগিদে,প্রতিনিয়ত চলেছে বিচ্ছেদ,
হিংসা,ধৈর্য্যহীনতায় বেআব্রু হচ্ছে নিষ্ঠুরতা।
বেঁচে থাকাটাই আজ বড় দামী।
তাই চলার পথে পারস্পরিক সম্মান বাঁচিয়ে রেখে,
একে অপরের হাত ধরি এক টুকরো জীবনের খোঁজে।