তোমার পায়ে শেকল বাঁধিনি বলে -
ভেবোনা আমার ভালোবাসায় কোনো কমতি ছিলো।


ভালোবেসে আমি চোখ বন্ধ করে স্বপ্ন দেখিনি,
দিনরাত চব্বিশ ঘণ্টা শুধু একি স্বপ্ন,
একি কল্পনা,
যার বাইরে সবকিছুই অনর্থক মনে হয় ।
লোকমুখে যেটাকে 'ভালোবাসায় অন্ধ হওয়া' বলে ।


আমার গল্পে তোমার স্বাধীনতা যত বেশি -
আমার ভালোবাসা ততই পরিপূর্ণ ।
আমি তোমাকে অবাদ স্বাধীনতা দিয়েছি,
এক সমুদ্র স্বাধীনতা ।
অথচ তুমি সেটাকে আমার খামখেয়ালিপনা ভাবলে,
ভাবলে আমার গল্পে হয়তো তোমার আর কোনো জায়গা নেই ।
বোকা তুমি !


আমার বুক ছিঁড়ে দেখো -
আমার কতটা জুড়ে তুমি আছো,
আমার একান্ত ব্যাক্তিগত ডায়েরিটা খুলে দেখো -
তোমায় নিয়ে কতকিছু লিখা ।
লোক দেখিয়ে ভালোবাসাটা আমার সিলেবাসে নেই
তাই হয়তো এই ঝঞ্জাট!


তুমি ইতি টেনেছো বেশ করেছো,
আমার কোনো আফসোস নেই,
তুমি এখন স্বাধীন,
এক উড়ন্ত ঘাসফড়িং,
এই তুমি-টাকেই আমি ভালোবেসেছিলাম ।


আমার কাছে যে ছিলো সে হয়তো ছিলো এক অন্য কেউ -
যে পাপেট হতে চেয়েছিলো ।


২৫শে জুন,২০২০
হবিগঞ্জ