নিজে দুরত্বে থেকেও
দুরত্বকে কেউ কাছে ডাকে নিবিড় করে।


একদিন সে সব নাবুঝেই
তুমিও কুয়াশাকে ছোঁবে ।


পাহাড়ী ঝর্ণার উচ্ছলতা বুকে নিয়ে
মৌন নিশ্চুপ দুপুরগুলোর আন্দাজ-
                           বোহেমিয়ান।


সবুজের মাঝে সর্ষেফুলের আলাদা আভিজাত্য-
                                      এক প্রগলভতা।
প্রেমহীন কোন প্রাসাদের সামনে
তোমারো হারাতে পারে অভিজ্ঞান।
অনেক প্রতিশ্রুতির বদলে
        কেবলই এক নীলাভ সত্তা।


তারপর কোন উঞ্চ অপরাহ্নে
সব কুয়াশা শিশিরবিন্দু হয়ে
কোন এক অশ্রুসিক্তাকে ভেজাবে।


                    ভিতরে ও বাইরে..।