শোন রে নবীন
শোন রে প্রবীন
শোন ওরে কচি কাঁচা,
কবিতায় আছে জীবন ওরে
কবিতায় যায় বাঁচা।


কবিতায় আছে
প্রেম আর
ওরে কবিতার আছে রঙ,
কবিতাবাসীর হৃদয়ে তাই
না আদৌ পড়ে জং।


কবিতায় পাবে বিদ্রোহ তুমি
কবিতায় পাবে ক্ষোভ।
কবিতা পড়ে মনে জন্মায়
কাব্যে বাঁচার লোভ!


কবিতায় দেখি মানবতা শোন
কবিতাতে পাই দ্বীন,
কবিতায় পাই দুঃখ-বেদনা
কবিতায় তাই ঋণ।


কবিতায় বাঁচে ইতিহাস হে
কবিতায় রূপকথা,
কবিতাতে বেঁচে আছে বন্ধু
কবিতা পড়ার প্রথা।


এসো বন্ধু এসো
এসো কবিতা পড়ি,
এসো সকলে মিলে পৃথিবীর বুকে
এক কবিতার শহর গড়ি,
এসো; একটি কবিতা পড়ি।