: তুমি এতো সুন্দর কেন?
: আপনার মন খুব সুন্দর, হয়তো তাই!


:হাহ হাহ হাহ...!!!
কি যে বল না তুমি!
: অমন দাঁত কেলিয়ে হাসবেন না তো!
মুচকি হাসিতেই আপনাকে বেশ লাগে।


: আচ্ছা-আচ্ছা ঠিক আছে বাবা আর হাসবো না।
এবার খুশি?
: হাসতে তো বারন করিনি। গাধা!
আচ্ছা; আপনি রোজ আমাদের জানালার দিকে, এভাবে কেন তাকান বলুন তো?


: কেন তাকাই!
হুমম.....! ওই জানালা দিয়ে রোজ যে একটা  চাঁদ ওঠে; তাই।


: মানে?
: মানে... রোজ দুবেলা।
আমার অফিসে যাওয়ার এবং ফেরার সময়। ঐ জানালা দিয়ে  রোজ একটি চাঁদ উঁকি দেয়।


: ধ্যাত... কি সব যে বলেন না! আমি তো এমনিতেই...
: হ্যা.. হ্যা..! আমি গাধা কি-না তাই!
: গাধা না ছাই!


: চাঁদ টা যে রোজই ওঠে!
: আপনাকে এক পলক দেখে চোখ জুড়োবে বলে।
আপনার জন্যই তো আমার ভোর হয়, সন্ধ্যে ও আসে আপনার অপেক্ষাতেই।
আচ্ছা আপনি এতো বোকা কেন?


: কেন; কি হয়েছে?
: এভাবে চোখে-চোখে চোখাচোখিতে আর কত দিন?

: আমার মতো চাল-চুলো হীন, বেকার ছেলে আর কি-বা করতে পারে বলো?
: শুনেছি চশমিশ মশাই আজকাল মাস্টারি করছেন!
মাথায় ক্যাপ আর নাকের ডগায় চশমা গুঁজে কলেজে নাকি মাস্টারি করতে যান?


: ওতে কি আর জীবন চলে?
ঘর গড়ে?
: তাতে কি, এবার না হয় গড়বে।


: তুমি যখন রোজ খোলা চুলে জানালায় এসে দাড়াও। আমি যেন আরেকটি দিন বেঁচে থাকার প্রেরণা পাই।
আমার দিন গুলি রঙ্গিন হয়ে ওঠে, বিশ্ব জয়ের স্বপ্ন দেখতে ইচ্ছে করে।


: তবে চলুন বিশ্ব জয় করি।
মুছে দিই সকল গ্লানি, ক্রোধ, বৈষম্য।
গড়ে তুলি একটি ভালোবাসাময় পৃথিবী।
চলুন!