এইতো সেদিনকার কথা
বাচ্চাটি ছিলাম আমি,
রাত পোহাতেই দেখছি
মহাকাল গ্রাস করেছে জীবনখানি।


এইতো সেদিন খেলতাম আপন মনে
দৌড়োতাম এ বাড়ি ও বাড়ি,
আর আজ!
স্বপ্নের পিছনে দিতে হয় পাড়ি।


এইতো সেদিন পড়াটাকে
খুবই বিরক্ত বোধ হতো,
আর এখন!
সময় পেলেই পড়তে ইচ্ছে হয় যতই লাগুক ক্লান্ত।


এইতো সেদিন মুখে ছিলো কতো বুলি
যাচ্ছেতাই বলতাম,মনের খুশিতেই গাইতাম।
আজ যেন মুখে লাগাম দেয়া
অপ্রয়োজনে কথাই বলি না যদি হয় অপমান!


এইতো সেদিন মামারবাড়ি,মাসিবাড়ি
কতো জমজমাট ছিলো,
সময়ের কালগ্রাস সব ছিনিয়ে নিয়েছে
সব হয়েছে মেঘে ঢাকা কালো।


এইতো সেদিন কিছু প্রিয় মুখ
ডাকতো কতো আদুরে নামে,
হাড়িয়ে গেছে সেই প্রিয় মুখ
আছে শুধুই স্মৃতির এ্যালবামে।


এইতো সেদিন মাসির কতো আপ্যায়ন
কি খাবি বাবা?কি করবো আয়োজন?
সেই মাসির ঘর আজ!
দুঃখ, শোকের ছায়ায় মগন।


মেনে নিতে আজ মনটি করছে হাহাকার
সংসারের এ পরিবর্তন,
অবাক হওয়ার কিছুই নেই, এটাই বিধির বিধান।
এভাবেই আসবে যাবে জীবনের প্রতিটি ক্ষণ।