নতুন প্রজন্ম ,
শরতের আকাশ অপেক্ষা করে আছে তোমার জন্য ।
মেঘ-রাশি ফিরছে ছুটে তোমারই সংকেতে
বসন্ত দিয়েছে ঢেলে রং, বিছিয়েছে কান পেতে
বৃষ্টি নাচে মৃদু-মন্দে, কুল-কুল তার জলরাশি-
নৌকোর বাঁধন দিয়েছে খুলে, আপন হারায় চলছে ভাসি।
নতুন প্রজন্ম,   ভোরের আকাশ লাল করে ওঠে তোমার জন্য-
ধানে ভরা মাঠ, দীঘি ভরা ঘাট আর সবুজ অরণ্য।
    তোমাদের সেদিন থাকব-না আমি ,
    তোমাদের সেই রূপ আমার অন্তরে থাকবে জানি।
    সেদিনও এমনই করে থাকবে রাতের তারা
    আজকের মত-ই কুল-কুল স্বরে বইবে জলের ধারা,
    প্রকৃতি আজিকের মত সেদিনও ছড়াবে রং
   আজকে-ই আমি গেলাম দেখে তোমাদের আগামী জীবন।
   গ্লানি নেই, নেই দুঃখ, আমি ত দেখলাম জীবন কেমনে চলে-
   সন্তপর্নে জীব মাথা তুলে চায়, আকাশ তলে
আমারই মত তুমি গাথবে লেখা, ফোটাবে মনের ছবি
আমি, তোমারই মধ্যে উঠবো জেগে, হে - নতুন প্রজন্মের কবি।।