স্বপ্ন-গুলোকে প্রতিদিন বাঁচতে দেখেছি,
অনুরনণের মতন বিস্তারিত হতে দেখেছি।
ধ্বংস-স্তুপ এর মধ্যে চারাগাছ।
কঙ্কালের মধ্যে জীবনের আঁচ।
ওরা আমাকে হারাতে চেয়েছিল,-
দিনের পর দিন অপমানে বিদ্ধ করেছিল,
ওরা নিতে পারেনি -
লক্ষ্য - চোখের সামনে শেষ হয়েও দেখেছি জ্বলতে-
কানে বাজত না হারার জন্যে জেদি বলতে।
অবক্ষয় সমাজ , দুর্নীতির মধ্যে আমি রোজ হাটি-
রোজ পায়ের তলা থেকে সরে যায় মাটি।
বিদ্ধস্ত চারদিক- ঔদ্ধত্ত্ব পৃথিবী,
শোষকের মতন সকলি পরজীবী,-
তার মধ্যেই রোজ তুমি ওঠো আমার সামনে।
রোজ ভালোবাসার কথা বল আমার কানে।
তাই আমি ছুটতে থাকি -
নিজেকে নিঙড়ে রাখি,-
স্বপ্ন রা যে বেঁচে আছে তোমার মধ্যিখানে।।