ধরনীর ব্যামোটা সারলে,
সকলে বেঁচে ফিরলে-
আবারও নাগরিক কোলাহলে -
মিলবো আমরা,
মিলাবো আমরা,
আয়োজনে রাঙাতে এই ধরা।


অতিমারীর কালটা কাটলে,
সকলে ভাসতে পারলে-
আবারও সাগরের নোনাজলে-
নাইবো আমরা,
নাওয়াবো আমরা,
উৎসবে মাতাতে এই ধরা।


ক্রান্তিকালের গ্রহণটা ছাড়লে,
সকলে শ্বাসটা টানলে,
আবারও মুক্ত আকাশের তলে-
হাসবো আমরা,
হাসাবো আমরা,
বর্ণিল অবয়বে রাঙিয়ে ধরা।


হে ধরনীর অতিমারীর ক্রান্তিকাল!
বসুধা হতে বিদায় হও সকাল।
আবারও প্রাণোচ্ছ্বল হোক বিকাল -
কাটুক জরা,
ফুল ফুটুক তরা!
উষ্ণ অভ্যর্থনায় হাসুক ধরা।
_____________________
৩০ এপ্রিল ২০২১; ভোর ৫.১০ টা।