এক চিলতে সবুজ আমার চাই ;
করোনাকালে কোথায় দেখা পাই?
চারিদিকে লাল হলুদের ভিড়,
কোথায় পাবো একটু সবুজ নীড়?
মাঝ দরিয়ায় ঝাপসা চোখে খুঁজছি যেন তির!


এক চিলতে সবুজ সবার চাই,
করোনাকালে কোথায় খুঁজে পাই?
দিকে দিকে লাল হলুদের ঝুঁকি,
কোথায় একটু সবুজ ছবি আঁকি?
মরুর বুকে চশমা চোখে আকাশে চেয়ে থাকি!


এক চিলতে সবুজ দেখতে চাই,
করোনাকালে কোথায় সন্ধান পাই?
চতুর্দিকে লাল হলুদের ভয়,
কোথায় একটু সবুজের হবে জয়?
আদিগন্ত খোলা চোখে পাবো শ্যামল যেথায়!


বড়লেখা || ০৭ জুন ২০২০ || রাত ৯.১০ টা।