ডোবার পারে ব্যাঙ,
ভিজে ঢেলা মাটির ঘেরে কেঁচোর আস্তানা ;  
কাব্য যেথায় ভাবনা অগোচরে
ভৈরবী রঙ ফুল ফুটিয়ে নিষ্কলুষ গোলাপ -  
মন-ভোমরা হুল ফোটানো আলাপ।  


ভালবাসার দোপাটি, ঝেড়ে ফেলে লাজ  
অনন্তের অধীরতায় সওদাগরি সাজ ।    
নিরিবিলি সাঁঝ-আঁধারে
রজনীগন্ধা হাসি
বিকশিত শশিকলা দরজায় নাড়ে কড়া ।  
প্রজাপতির ডানার সুর, নেহাৎ অধিবাসী (native)-    
চাহনিতে চোখের মণি অবাক দিশেহারা ।  


ঘাসে ঘাসে জমা শিশির নিবিড় আলাপনে ,  
ডিম ফুটিয়ে শিশু কোকিল ব্যাকুল কুহুতানে ।  
নিদ্রাহীনা ‘দেবযানি’ স্মৃতি প্রস্রবিনী -
শ্লথ গতি জলঙ্গি - বিন্দু ভরা সুবাস ;  
ভালবাসার সুযোগ দোসর ‘কচে’র রাহাজানি -  
খুঁজে দেখা চোদ্দ-পুরুষ ভগীরথের প্রয়াস ।  


ঠোঁটের ভাঁজে রামধনুর হীরক ছটার লোভ !  
থোকা আঙুর নাগাল বাহির, না পাওয়ার শোক ।      


ছোঁয়ায় তুমি, লজ্জাবতী লতা -  
এলে-বেলে জীবন বাঁকে
অঘটনেই ঘটা ;  
ভালবাসার মরণ ডাকে
ছাতিম তলায় হাঁটা ;    
কলকে পাতা পড়ল ঝরে মেনে শালীনতা ।