সমাজ, ধর্ম ও কৃষ্টি -
প্রাচীন পার্সি ইতিকথা
চরাচরে ‘আল্লাহ’ এক; তাই সৃষ্টি ।


অন্তরে রোদন শুধু –
‘ইসলাম পবিত্র জীবন’
দৈব বাণী শুনেছে জগৎ ।  


এক মাস কৃচ্ছ্বসাধন ,
অন্তরের কালিমা মুছে
মন ভরা খুশির প্লাবন ।


অবনত মাথা পদতলে
প্রার্থনা অবিরত -
এই খুশি তোমারই তো দান ।


সারা পথ তেজী রোদ, আমি ;
তেষ্টায় গলা শুকোলো ,
দূরে তুমি ! হাতে নিয়ে পানীয় শীতল ।


বৃষ্টি ফোঁটার জল কাঁচের জানলায় -
এপারে বোলাই হাত
ওপারে তোমার মুখ অতি পরিষ্কার ।


বাগানের মালী,
চারাগাছ আনে খুঁজে খুঁজে ;
ইচ্ছে তার আকাশ ছোঁবে ।


দিন রাত সময়ের খেলা -
কি লাভ প্রহর গুনে
ধন্য আমি, পাশে পাই যতটা সময় ।


‘ঈদ’ মুবারক -
কিছু খাও, কিছু রাখ, কিছু কর দান
আজকে খুশির ঈদ সকলে মহান ।
‘বাংলা কবিতা’র আসরের সকলকে আমার আন্তরিক ‘ঈদ’ মুবারক ।