ছেঁচড়া কিন্তু বিশ্বস্ত নয়
—মাসুদ রানা দিলশাদ
মানুষটা হাঁটে নাক উঁচিয়ে,
তবু পেছনে কান গুঁজে রাখে—
কে কী বলল, কে কতটুকু দিল
এই হিসেবেই সে সকাল গাঁথে।
বলল, "আমি কুকুর না— ছেঁচড়া!"
তবু মুখে লেগে থাকে ঝাঁঝ,
চোখে নেই প্রেম, পিঠে নেই ছায়া,
কেবল কামড়েরই সাজ।
কুকুর? সে তো রাখাল বালকের বন্ধু,
বিপদে ঝাঁপায়, না চায় দাম।
একটুখানি আদর পেলে
সে হয়ে যায় ঘরের জাম।
কিন্তু মানুষ— ছেঁচড়া হলে বিশ্বস্ত হয় না,
ওটা কেবল মুখোশ, নয় চরিত্রের ভাষা।
যার অন্তরে নেই ভালোবাসা,
তার মুখে যতই 'ভক্তি' বাজে,
বিশ্বাস ভেঙে যায় নিঃশব্দে,
যেন মাটির কলস ফাটে।
#masudranadilshad