যাত্রী সেবায় অবদান অপরিসীম!
নিরন্তর পথে ছুটে চলো রাত-দিন।
হাসির মুখে ভরা দিগন্তের সফরে,
সাবধান তুমি হাতে স্টিয়ারিং ধরে।

হেডলাইটের আলোয় ভাসে ধুলি কণা,
মাইলের পর মাইল পেরিয়ে যায় ,
সাধারণত স্টেশন ছাড়া থামে না।
চাকার ঘূর্ণনে নিমিত্তে ভয়াবহ ক্লান্তি,
নিরাপদে ভ্রমণের গন্তব্যে দারুণ শান্তি।

প্রখর রোদের তাপে কিংবা বর্ষার বান,
আঁকাবাঁকা রাস্তায় নতুন নতুন ভ্রমণ।
নিশীথ রাতে চালক জেগে ওঠে,
যাত্রীদের কে গন্তব্যে পৌঁছে দিতে।

মেঘলা আকাশ, বৃষ্টি পড়ে টাপুর টুপুর,
পথের বাঁকে অপলক আবদার ভর দুপুর।
আঁধার রাতে নিঃসঙ্গ অভিযাত্রা সুনসান,
ধ্যান নিবিষ্ট গানে গানে জীবন চলমান।

শহরের অলিগলি, পথে আলাপ নির্বিকার,
গ্রামীণ জনপদে অদৃশ্য বন্ধন একাকার।
প্রতি বাঁকে, প্রতি মোড়ে, তার সজাগ দৃষ্টি,
একটি ভুলও হতে পারে, ভাগ্য বিস্মৃতি।

চালক যখন নির্ভীক তাঁর কাজে ~
পথটি তখন বেশ সহজ মনে হয়।
উদ্যম বন্ধু!  ঝড় বৃষ্টি, রোদ্দুর মাঝে,
পথের বাঁকে তাঁর  সঙ্গে পরিচয়।