একটু দূরে থাকা ভালো
- মাসুদ রানা দিলশাদ

একটু দূরে থেকো, বলি কেন?
চোখে চোখ রাখলেই চোখ ভরে আসে জল।
ভুল বোঝাবুঝি খুব কাছে থেকে,
মনেই বাসা বাঁধে ভয়ানক অস্থিরতা।

তুমি কাছে এলে, স্বরটা মুছে যায়,
কথারা থেমে গলায় দোলায়।
একটু দূরে থেকে মনের বৃত্তে,
শান্তি মেলে, ভালোবাসা ফোটে ধীরে ধীরে।

দূরত্বটা যেন এক হাওয়ার ঝোঁক,
যা রাখে দু’জনে একটু স্বাধীনতা,
বাঁধন সেও, মায়ার সীমারেখা,
বিশ্বাস সবকিছুর উর্ধ্বে যোগবিয়োগ।
#masudranadilshad

,