শব্দের যাত্রা
- মাসুদ রানা দিলশাদ

শৈশব থেকে শব্দের সুরে,
মুগ্ধ এখনো আমি একান্ত দূরে।
কাগজের বুকে কলমের দাগে,
স্বপ্নগুলো বুনেছি একা আচমকা ধাঁচে।

বইয়ের পাতা, এক নতুন দিগন্ত,
প্রতিটি শব্দে যেন খুঁজে পাই অন্ত।
লেখার নেশায় দিনগুলো কেটেছে,
মন যেন শব্দে শব্দে বেঁধেছে।

পত্রিকার দরজা, স্বপ্নের ঠিকানা,
যদিও সে পথ ছিল না সহজ মানা।
হতাশার গন্ধে ভিজে ছিল রাত,
তবু থেমে যাইনি, রেখেছি নিজ হাত।

ডায়েরির পাতায় লিখেছি গল্প,
প্রতিটি শব্দে গেঁথেছি প্রার্থনা নিরল্প।
কবিতার মালা, অনুভূতির সুর,
লেখার আনন্দে, পেরিয়েছি দূর।

বুকের ভেতর এক অটল বিশ্বাস,
শব্দের শক্তি, জীবনের আশ্বাস।
বই প্রকাশের সেই স্বপ্নময় দিন,
যেন আলো ছড়াবে পথের প্রতিদিন।


তোমাদের ভালোবাসা, পরামর্শের দিশা,
আমার স্বপ্নে যোগাবে নবীন আশা।
একদিন আসবে সেই মাহেন্দ্রক্ষণ,
লেখার জগতে পাব নতুন চরণ।

গল্পটা এখানেই শেষ নয়,
এ তো শুরু, নতুন পথময়।
নিরবচ্ছিন্ন যাত্রায় বুনব ছন্দ,
স্বপ্নের পথে লিখি অনন্ত আনন্দ।