মুসলিম নারী
- মাসুদ রানা দিলশাদ


মুসলিম মানে আত্মসমর্পণ প্রাণ,
মুসলিম নারী চির মর্যাদাবান।
অভাব  অনটন হজম করে নিঃশব্দে,
প্রার্থনা করে কেবলই প্রভুর নিকটে।


জীবনের তাগিদে যতটুকু প্রয়োজন,
সুহাসিনী আগলে রাখে তাঁর সম্মান..
আত্মসম্মান যার সবচেয়ে বড় অর্জন।


জীবন মানে ভ্রমণ ও  ভ্রান্তি..
ক্ষুদ্র পরিসরে নানাবিধ ক্লান্তি।
ভাঙা-গড়ার মহোৎসবে ঝুঁকি,
ঝড় এসে সব এলোমেলো...
নিঃশব্দে কেঁদে স্বপ্নের উঁকি।


স্রষ্টার নির্দেশিত পথে,
মুসলিম নারী সেই পথে হাঁটে।
বিনয়ের সাথে করে  জ্ঞান চর্চা,
অনধিকার চর্চা করে না কভু...
সময় অযথা করে না খর্চা।


অঙ্গিকার ব্যক্ত করে পূর্ণ স্বীকৃতি,
মুসলিম নারী সন্তুষ্ট বিয়ের প্রতি।
বৈবাহিক সম্পর্ক প্রেম জন্মে...
সুখে-দুঃখে কলরব মনেপ্রাণে।