শিরোনাম :পথিকৃৎ  ক্যানভাস
    কলমে :মোঃ মাসুদ রানা দিলশাদ  
    তারিখ :০৪-০১-২০২৩


রঙের ফোঁটা ঝর্ণার মতো,
জীবনে রয়েছে কিছু ক্ষত...
কল্পনার নীড়ে স্বপ্ন অন্তত।
শূন্য হতে জীবন গড়ার চেষ্টা,
মরুর বুকে আশ্রয় স্থল বাড়ি,
মরীচিকার পেলাম দেখা।  


জীবনের চলমান প্রচ্ছদ,
আলো আঁধারের অনুচ্ছেদ।
হয়তো পথিকৃৎ ক্যানভাস,
শব্দগুচ্ছে ভরপুর বিন্যাস।
অপূর্ণ রয়ে যায় কিছু কথা,
থাকে কিছু শূন্যতার সখ্যতা।


হৃদয়ে জুড়ে কাব্য ভাসে,
প্রতি শব্দের প্রেম বিলাসে।
জীবিকার জন্য জীবন বাঁচে,
ক্লান্তি মুহূর্ত হৃদয়টা শুধু সহে!
সহানুভূতি না পাওয়ার গ্লানি,,
বাঁচিবার চেষ্টা তবুও অনুগ্রহে।


পেরিয়ে যায় সময় অনুসন্ধানে...
সুখ দুঃখের গল্প বিভাজনে।
পথে অপেক্ষায় প্রহর গুনে,,
এড়িয়ে চলা কিছু আয়োজনে।
ডানা হীন পাখির হাসি মুখ,
অভিনয়ে ব্যস্ত চরিত্রে প্রমুখ,
প্রণয় মাঝে আপেক্ষিক সুখ।


ভীষণ অদ্ভুত রকমের ব্যথা,
চিরকুটের ভাঁজে নানান কথা।
হেরে গেলেও হৃদয়ের বিশ্বাস,
গা শিউরে ওঠে এক দীর্ঘশ্বাস।
নীরব পথের পথিক মোরা,
করবে কেউ হবে না জোড়া।
জীবন থমকে যাবে মৃত্যুতে..
নিস্তব্ধ দিনে কিংবা  রাতে,
চিরতরে বিদায় বেলাতে।