বিষাদী কণ্ঠে বলছি প্রিয়
- মাসুদ রানা দিলশাদ


এসেছি অল্প সময়ের জন্য,,,
এর মধ্যেই বেশ কিছু চমৎকার!
বিষাদী কণ্ঠে বলছি প্রিয়,,
হারানোর ভয় ভীষণ ভয়ংকর।


জীবন প্রতি মুহূর্তে দুর্গম প্রান্তে,,,
অস্থিরতা প্রবল.. আঁধার নামার সঙ্গে।
চোখে জলপ্রপাত ঢেউ উঠে,,,
মুখোমুখি বারবার অদ্ভুত সীমান্তে।


জানি না ভাগ্য পূর্বাভাস কিংবা ভবিষ্যৎ,,,
তবে বেশ দীর্ঘশ্বাস ফেলে  অপেক্ষায় শপথ।
সাধ্যের মধ্যে হোক- প্রচেষ্টা কেবল অবলম্বন,
অন্তঃ সারে পূর্ণ হোক -নির্মল কথোপকথন।