বিরামহীন পরিচয়
- মাসুদ রানা দিলশাদ
এত পরিচিতির
প্রয়োজন ছিল না—
তবু পরিচয় হল,
নীরব মুখে, মেঘলা চোখে,
মাঝখানে বিরামচিহ্ন থাকে।
জানতাম শেষ কোথায়,
তবু হাঁটতাম চুপচাপ—
হয়তো অবচেতনে
দুঃখই খুঁজতাম,
অথবা শূন্যতাকে।
চেনা মুখেরা ফিকে হয়,
অচেনা মুখে দেখি নিজেকে—
ধোঁয়াটে আয়নায়
বিরামহীন পরিচয়।