❝ছায়া প্রলপে মায়ার আলাপ ❞
-মাসুদ রানা দিলশাদ
খুব কাছের আবরণের নাম ছায়া,
রহস্যময় আবরণের নাম মায়া।
আলোর ফুরালে ছায়া হয়ে যায় বিলীন,,,,
জীবনে মায়া জীর্ণশীর্ণ হয়ে এই জমিন ।
মুছতে চায় মন আছে যত গ্লানি ,,
মনের ব্যথা ভীড় করে চোখের পানি ;
চোখের পলকে কেবল ক্ষোভ নামক জোয়ার ভাঁটা…
জীবনে চলার পথে খুব কঠিন বাস্তবতা…
মানুষের প্রিয় হয়ে উঠা।
#masudranadilshad