মাঝপথে থেমে যাওয়া
— মাসুদ রানা দিলশাদ

মাঝপথে থেমে যায় অনেকেই,
কেউ বলে ক্লান্তি, কেউ বলে সময়ের তাড়া।
কিন্তু আমি জানি—
ওরা থেমে যায়, কারণ ‘থাকতে’ জানে না।

এই শহর শেখায়— সম্পর্কও একটা ‘ফেরারি ভাড়া’,
একটুখানি ভালো লাগা, কিছুটা অভিনয়,
আর খুব বেশি তাড়া।

তাই এখন আর কারও পায়ের শব্দে ভরসা করি না।
ভরসা শব্দটা আজকাল আরাম দেয় না,
ভয় দেয়।

আমাকে অনেকে বলে—
তুমি খুব কঠিন হয়ে গেছো।
তাদের বুঝিয়ে বলা যায় না,
কতবার নরম হয়ে ভেঙে পড়েছি।

#masudranadilshad