মায়াবন বিহারিণী প্রেম
             - মাসুদ রানা দিলশাদ


ঝিলের ধারে ঝলমলে  জলের উপর কার ছায়া ?
কিসের প্রতি তোমার এতো ভাললাগা মায়া..
মনেতে কার প্রতি অনুভূতি একরাশ এক ঝাঁক,
এতো হার মানায় কোকিল কিংবা মহুয়া ডাক।


চাঁদের আলোয় জড়িয়ে নিয়ে থাকতে চাও তাকে,
তোমার  অনুভূতির অপেক্ষায় সে কি থাকে।
দাঁড়িয়ে আছো তুমি ঝিলের ধারে ,
ভাবছো আর ভাবছো তোমার গহীন কোণে,,,।


তাকিয়ে দেখি অগোচরে চুলের কেশ ঊড়ছে তোমার,,,
স্পর্শ করে ডানা হীন পাখা বারবার।
স্বপ্ন ফড়িং যেন উড়ছে দুলছে  দখিনা বাতাসে,
অপলকে নিস্তব্ধতার বুকে।


ঝিনুকের মতো যে থাকো--
মধ্য রাতের পর্দার আড়ালে জলতরঙ্গ।
মরীচিকা দেখে ভাবছো সত্যি ঘটনা,,,
আসলে এটা গোলকধাঁধা  মতো কল্পনা।


উড়ছে প্রেম মায়াবন বিহারিণী ঘাস  ফড়িং,,,
মরীচিকা নামক ফাঁদে পা বাড়িয়ে,,,
মনে করছো আকাশে উরছে হরিণ।


প্রকৃতির রূপে প্রেম করিও,,
মন ও ইচ্ছে নদী  ভালো থাকবে,,
না জেনে মানুষের প্রেমে পড়িও না,,
নইলে মরীচিকার জোয়ারে ভাসবে।


স্পর্শ তুমি এখনো চুপচাপ,
প্রেম চিনতে পারোনি তাই তোমার মন খারাপ।
দৃঢ় বিশ্বাসে তুমি চিনতে চাও কি সত্যতা,,
সুজন মাঝি নাও  ভীরাইছে দেখে হাতে শিখা,,
তোমায় ছেড়ে যদি যায় চলে ,গন্তব্য তাহার কোথা?


আবেগ নিয়ে না ভেবে বিবেচনা নীরবে দিও ঠাঁই,
ভালোবাসার স্নিগ্ধ ছোঁয়া ধরা দিবে তোমায়।
মানুষের চাওয়া টা স্বর্ন হরিণ,,,
আর পাওয়া টা ঘাস ফড়িং।


প্রভাত শুরু হউক না সুখে
স্নিগ্ধ আলোর ছোঁয়ায়
মন যেনো না ভরে শুনো
বিষাদের রঙ ধোঁয়ায়।


শোকর গুজার করো প্রভুর
আছো অনেক সুখে,,
আছি সুখে তাঁরই দয়ার ছায়ায়
শান্তির বার্তা  নিয়ে পৃথিবীর  বুকে।