পথ আলাপ
- মাসুদ রানা দিলশাদ


উত্তপ্ত পথ জুড়ে তৈরি হয় সম্পর্ক,,
প্রেম, মোহ নামক দুটো ভিন্ন শব্দার্থ।
ভয় ভীষণ তবুও আয়োজন..
থামতে থামতে একদা নিরুপায় মন।
প্রশ্নবিদ্ধ হলে নিজেকে মনে হয় দুর্বল..
আশ্রয়ের খোঁজে দিশেহারা মাত্রা প্রবল।


কখনো সিঁড়ি দিয়ে হাঁটি..
কখনো পথে দিই হামাগুড়ি।
কখনো হেঁটে হেঁটে হই ক্লান্ত..
কখনো সাঁতার কেটে নদী ডিঙি।


রোজ হারিয়ে যেতে ইচ্ছে করে,
কংক্রিটের সীমানায় বেড়িবাঁধ অদূরে,,,
বুক চিরে চিঠি যেন সর্পিল পথ জুড়ে।
নির্মল মুক্ত বাতাসে বেশ মুগ্ধতা জমা,
স্বপ্ন কখনো এক শব্দে প্রকাশ পায় না।