নারী ইশারা
- মাসুদ রানা দিলশাদ


নারী নিরবচ্ছিন্ন বিন্যস্ত বহু রহস্যে,
বাঁকা হয়ে চলে সে নিজের অজান্তে ।
নারী ব্যথায় কাতর, গলায় অভিমান বাঁধা,
নিয়ম ছেড়ে ধরে অনিয়মের গোলকধাঁধা।


অকারণে দোষ খুঁজে কি লাভ..
নারী প্রায়ই বলে - নারী হয়ে জন্ম নেওয়া কি পাপ?
কিছু সুন্দর প্রশ্নের পুনঃপুন রহস্যময় জবাব...
দীর্ঘশ্বাস ফেলে পুরুষ ; বুকে অদ্ভুত ক্ষোভ।


নারী খোঁজে যত্নবান পুরুষের ছায়া,
হৃদয় অম্লান পিছু ডাকে সুবাসিত মায়া।
জগতে বড় পাওয়া হচ্ছে  বিশস্ত হাত,
ভুল মানুষের ইশারায় জীবন বরবাদ।