ভাবনা জুড়ে তুমি
-মাসুদ রানা দিলশাদ


আমার ভাবনা জুড়ে তুমি  ,
সম্ভবত কিছুটা পাগলামি।
প্রখর রোদে যেন দাঁড়িয়ে..
তোমার হস্তদ্বয় দাও বাড়িয়ে।
থাকি আনমনে অপেক্ষায়,
একসাথে থাকার আশায়।
অন্তরঙ্গ অন্তরালে,
হাঁটবো পড়ন্ত বিকেলে,
শিশির ভেজা সকালে।
সন্ধ্যা হলে জোনাকি নামবে,
আহ্লাদি মুচকি হাসি হেসে,
চাঁদের কিরণে তুমি হাসবে।
প্রভাত ফেরীতে হলুদ বরণ,
তোমার ভাবনায় এই মন,
সত্যিই যেন অদ্ভুত শিহরণ।
হৃদয়ে রিমঝিম বৃষ্টির ঝর্ণা ,
প্রতিনিয়ত একরাশ ছন্দ রচনা।
অপেক্ষা নামক পাঠাগারে প্রেমী,
যেখানে নিয়মিত পাঠক আমি।
কারণ ছাড়াই তোমার মিষ্টি হাসি,
অজস্র শুভেচ্ছা মন উঠানে,
আপনমনে তোমায় ভালবাসি।
ক্লান্তির অবসান মন উঠানে,
তুমি আমার মেঘ বালিকা,
আড্ডা হবে পুষ্প বাগানে।
বিস্ময়কর ধাঁধা দিবারাত্রি,
জোছনা নিয়ে ঝলমলে চাঁদের হাসি,
মলিন গল্পে মধ্যরাতের ল্যাম্পবাতি।  


(লেখক স্বত্ব সংরক্ষিত)