শিরোনাম - মন তুমি হেরে যাচ্ছো!
কলমে - মাসুদ রানা দিলশাদ
তারিখ - ১৭/১২/২০২৩


নতুন করে নেয়া আগামী প্রস্তুতি,,
আপন মাঝে সিক্ত প্রতিশ্রুতি।
মন তুমি জিতে গেলে একদিন,
আর হেরে যাও তুমি প্রতিদিন।
আবেগ আপ্লুত কণ্ঠে নিত্য দিন,
শত্রু কিংবা মিত্র প্রমুখ চিনিনি,
চারপাশে কালচে সবুজ ঋণ।


গতানুগতিক সময়ে শব্দাবলী,
হতভম্ব হয়ে  দু'চোখ মেলি।
ঘর ছেড়ে ফুট পাতে বেঁধে বাসা,
ভেবেছি মুক্তি পেয়েছি,
বুক পাঁজরে সন্ধিক্ষণে আশা।


নিস্তব্ধতা কমবেশি সারাবেলা,
কান্নার দর্পণ সংলগ্নে ভয়..
নানাভাবে ভরপুর অবহেলা!
অভিমানে চাদরে ঢাকা পরাজয়।


মন তুমি হেরে যাচ্ছ ??
কেন তুমি এমন অধৈর্য !?
আঁধার নেমেছে ঝর্ণা ধারায়,
সমুদ্রের জলে স্রোত!
আলো পড়ে সকাল বেলায়।