তুমি রবে নীরবে
- মাসুদ রানা দিলশাদ


দাও তুমি কথা~
তুমি আসবে বলে,
আশায় থাকবো আমি.
প্রতীক্ষা না হোক বৃথা!!
সময় চলুক যেভাবে চলে।


দুঃখের নদীতে ভাসবো একা,
স্মৃতিতে রোমাঞ্চকর  দেখা।
নাই-বা এলো ফুল হাতে,
দুঃখ কি বলো যায় কি তাতে।


ফিরে পেতে চাই,
প্রথম অবিরাম প্রণয়!
দিবারাত্রির মঞ্চে,
আঁচলে জড়িয়ে রেখো
আমায়।
সঙ্গে নেবে কি আমায়?
আমার বসন্ত সবসময়।


তুমি নামক কাব্য..
বাসবো অনেক ভালো!
রাখবো অন্তরে তোমাকে..।
আঁধার ঘরে জ্বলবে আলো।


সুখের তরে কেঁদে মরি,
কেমনে তুমি হীন হতে পারি?
হৃদয়ে বসন্তের প্রহরে,,
তুমি খোঁজে আমি ~
পল্লী কিংবা শহরে।  
ভ্রাম্যমাণ হয়েছি ভীষণ,
অনুসন্ধানে দীপ্ত কিরণ।