সাল ২০১৮, আজ শেষ প্রান্তে উপনীত...
'নিউ ইয়ার' এর 'রিজোল্যুশন' কতো,
প্রতিটি বছরের ন্যায়, করেছি নিয়মমতো।


জীবন কে সাজাতে চেয়েছিলাম থরে থরে
কতো স্বপ্ন দিয়ে, নিজের মনের মতো,
অথচ, জীবন বয়ে গেছে তার নিজের মতো...
কিন্তু, চেষ্টা তো ছিলো সাজানোর,... অবিরত!


আয়োজনের ত্রুটি ছিলো না এতোটুকু -
রঙ ছিলো, তুলি ছিলো,
ছিলো আমার হৃদয়ের বিশাল ক্যানভাস,
তবুও, কেন জানি না -
আঁকা হয়ে ওঠেনি তার ছবি,
যে আছে আমার হৃদয় জুড়ে বারোমাস!


বছরের এই বিদায় বেলায় তাই
চাওয়া-পাওয়া'র হিসাব মেলাই।


ভেবেছিলাম, ২০১৮, আমাকে করেছে হতাশ
নেই সুখী গৃহকোণ, ... নেই আনন্দ অবকাশ,
আজ হৃদয় জুড়ে তোলপাড় করে কষ্টের সন্ত্রাস!


হতাশার মেঘ সরিয়ে,... হঠাৎ তোমার চোখে
দেখেছি আমি একফালি সোনালী আকাশ!
আজ তোমার চোখে চোখ রেখে,
সাতরঙা রংধনু দিয়ে রাঙাবোই আমি
তোমার, আমার, ... 'আমাদের' অভিলাষ!!


31st December, 2018
কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র।